ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ  

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩১ মে ২০২৩ , ১০:১১ এএম


loading/img

মেহেরপুরের গাংনী উপজেলায় এক বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) ভোরে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি পোড়াপাড়া গ্রামের খেদের মণ্ডলের ছেলে লাল্টু মিয়া (২৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বালু ভরাটের উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যায় লাল্টু মিয়া। চিতলা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ট্রাক্টর ট্রলিতে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মাণাধীন ভবন ভরাট চলছিল। কিন্তু বুধবার ভোরে ওই নির্মাণাধীন ভবনের পাশে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার ভোরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |