ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পরিত্যক্ত জায়গায় পড়েছিল নবজাতকের মরদেহ

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ০১:৪০ পিএম


loading/img

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে পরিত্যক্ত জায়গা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) ইসলামপুর থানার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১১টায় ওই ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বুধবার রাতে কে-বা কারা নবজাতকের মরদেহ ফেলে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শুয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মগ্রহণের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |