দিনাজপুরের হিলিতে গত দুদিন ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বিরাজ করছে। যে কারণে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় বেড়েই চলছে তাপমাত্রা। সূর্যের প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ক্লান্ত নগরজীবন। একদিকে তাপদাহ, অপরদিকে বৃষ্টিহীন দিন-রাত। ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকতে পারছেন না মানুষ। গরমে নাজেহাল নাগরিক জীবন।
অতিরিক্ত গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বৃষ্টি নেই, ফলে কমছে না গরম। এতে সুস্থ-সবল ব্যক্তিরাও ঘেমে-নেয়ে ক্লান্ত হয়ে পড়ছেন। শিশু, বয়স্ক নারী-পুরুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। বাজারগুলোতে নেই ক্রেতাদের আনাগোনা। অটোরিকশাগুলোতে যাত্রী না থাকার কারণে অলস সময় পার করছেন তারা।
কয়েকজন পথচারী বলেন, অতিরিক্ত গরমের কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না। খুব প্রয়োজনেই কেবল মাত্র তারা বের হয়েছেন। অতিরিক্ত গরমের কারণে জনজীবনে নেমে এসেছে হাঁসফাঁস অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হিলি বাজারে কথা হয় বৃদ্ধ রিকশাচালক মিজান আলীর সঙ্গে। তিনি বলেন, এই গরমের মধ্যে রিকশা চালানো খুব কষ্ট হচ্ছে। তবুও কষ্ট করে রিকশা চালাচ্ছি। কারণ বাড়িতে আমার সংসারে তিনজন সদস্য রয়েছে। তাদের সবার খরচ আমাকে চালাতে হয়। অতিরিক্ত গরমের কারণে মাঝে মাঝে পানি পান করতে হচ্ছে। শরীরে পানি দিতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, দিনাজপুরে গত দুই দিন ধরে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হচ্ছে। যার ফলে গরমের মাত্রা অনেকটাই বেশি। আরও কয়েকদিন এমন আবহাওয়া থাকতে পারে।