দিনাজপুরে কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়। বৃষ্টিতে কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ।
বিজ্ঞাপন
বুধবার (৭ জুন) দুপুরের দিকে সদরসহ আশপাশের কয়েকটি উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জেলার বালুবাড়ী এলাকার মিরাজুল ইসলাম মেরাজ বলেন, সামান্য বৃষ্টি হলেও ভালোই লেগেছে। আমরা কয়েকদিন ধরেই আল্লাহর কাছে বৃষ্টি কামনা করছিলাম। আল্লাহ আমাদের একটু বৃষ্টিপাত দিয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বেলা ৩টার দিকে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।