ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা, পুলিশ মোতায়েন

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জুন ২০২৩ , ০৭:১০ পিএম


loading/img

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ জুন) র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও র‌্যাবের সূত্র থেকে জানা গেছে, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষের দরজা ঘেঁষে  কে বা কারা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি লাগেজ রেখে যায়। ওপরে লেখা ‘প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর-আম্রপালি ৩০ কেজি’।

বিজ্ঞাপন

অধ্যক্ষ সাইদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় কলেজে আসি। দরজার ঘেঁষে রাখা কার্টনে বিশেষবার্তা লেখা থাকায় সন্দেহ হয়। পরে অন্য শিক্ষকদের সহায়তায় পুলিশকে সংবাদ দেওয়া হয়। 

গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, শনিবার সকালে অধ্যক্ষের ফোন পেয়ে সেখানে একদল পুলিশ পাঠানো হয়। পুলিশের সন্দেহের কারণে প্যাকেটটি খুলতে র‌্যাবকে সংবাদ পাঠানো হয়। পরে একই দিন দুপুর ২টায় র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসে তা পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করে চলে যায়। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার জানান, প্লাস্টিকের বস্তার ভেতরে একটি  লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমাদের কাছে বোমাটি নিষ্ক্রিয় করার মতো যন্ত্রপাতি নেই। বোমাটি নিষ্ক্রিয় করতে উচ্চতর ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ও বোমা বিশেষজ্ঞ দল আসার জন্য ঢাকায় র‌্যাবের হেডকোয়ার্টারে সংবাদ পাঠানো হয়েছে। তারা এলেই বোমাটি নিষ্ক্রিয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তারা না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |