ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, রাস্তায় লাফিয়ে পড়া সেই নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ জুন ২০২৩ , ০৪:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেওয়া সেই নারী পোশাকশ্রমিক মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোছা. শামছুন্নাহার (৩৮) দুই সন্তানের জননী। 

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শামছুন্নাহার কাজ শেষে বাসে করে ভালুকায় ফিরছিলেন। সিড স্টোর এলাকায় বাসের অন্য যাত্রীরা নেমে যায়। এই সুযোগে বাসের চালক ও তার সহকারীসহ তিনজন তাকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে তিনি চলন্ত বাস থেকে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শামছুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর তার পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ চালক রাকিব হোসেন, সহকারী আরিফ হোসেন এবং আনন্দ দাশকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা হলে শনিবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |