মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আব্দুল কুদ্দুস প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস প্রামানিক কুড়িপাড়া গ্রামের মৃত বয়েজ প্রামাণিকের ছেলে।
আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুড়িপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী লিমা খাতুন (২৩), তার মামা আনোয়ার হোসেন (৪৫) ও নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম হোসেন (১৮)।
পরিবার ও স্থানীয়রা জানান, কুড়িপাড়া গ্রামের বাসিন্দা বুদ্দু মিয়ার বসতবাড়ির আঙ্গিনায় মোবাইল ফোনে লুডু খেলছিল নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা। খেলায় বিজয়ী দল আনন্দ-উল্লাস শুরু করলে প্রতিবেশী মোতালেবের স্ত্রী লিমা খাতুন খেলোয়াড়দের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় সাদ্দাম ও তার বন্ধুরা প্রতিবাদ করলে মোতালেব ও তার মামাতো ভাই আব্দুল্লাহ এসে তাদেরকে বেদম মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদের চিৎকারে সাদ্দামের দাদা কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে এগিয়ে আসলে মোতালেব তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।