ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে বাসে ডাকাতি করে পালানোর সময় আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২১ জুন ২০২৩ , ০৪:২৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালানোর সময় তিন জনকে আটক করে পুলিশ। সোমবার (২০ জুন) বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) জামালপুর সদরের সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, চন্দ্রা থেকে জামালপুরগামী এসএস ট্রাভেলসের বাসে ওঠেন কয়েকজন গরুর ব্যাপারি। মির্জাপুর রেলক্রসিং পার হলে গরুর ব্যাপারিদের মারধর করে  টাকা লুট করে বাস থেকে নামিয়ে দেয় ডাকাতরা। পরে গরুর ব্যাপারিরা জরুরি সেবা নম্বর ৯৯৯ - জানালে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়ে আমাদের জানায়।

তিনি আরও বলেন, বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ লিংক রোড ক্রস করার সময় ওই বাস গতিরোধ করা হয়। সময় দুই জনকে ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজনকে ধরা হয়। অপর একজন পালিয়ে যান। এছাড়া ডাকাতির সঙ্গে জড়িত থাকায় বাসের চালক হেলপারকেও আটক করা হয়েছে। আটকদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ডাকাতদের ব্যবহৃত বাস জব্দ কাছে থাকা লুটকৃত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |