ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ফরিদপুরে ধসে পড়ল নির্মাণাধীন সেতু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ , ০৮:৪৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এলজিইডির নির্মাণাধীন একটি সেতুর কাঠামো ধসে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বৈঠাখালি খালের ওপর নির্মাণাধীন সেতুতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছয় মাস আগে বৈঠাখালি খালের ওপর ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন। আগামী সপ্তাহের মধ্যে ঢালাই দেওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে কনস্ট্রাকশনের মালিক আসিফ ইমতিয়াজ বলেন, সরকারি বেঁধে দেওয়া নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। দুর্ভাগ্য অতিবৃষ্টির কারণে খালের পানি বৃদ্ধি পাওয়ায় শাটারিংয়ের নিচ থেকে মাটি সরে এ ঘটনা ঘটে।

ভাঙ্গার কাওলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হোসেন দুদু মিয়া বলেন, ইঞ্জিনিয়ারদের দায়িত্বে অবহেলার কারণে নির্মাণাধীন সেতুটি ধসে পড়েছে। এই ঘটনায় শ্রমিকদের বিপদ হতে পারত।

ভাঙ্গা উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বৈঠাখালি খালের ওপর ২৪ মিটার দীর্ঘ এই ব্রিজের কাজ শুরু করি। খালের পানির বেগ বৃদ্ধি পাওয়ায় এবং নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে সেতুটি ধসে পড়েছে।

বিজ্ঞাপন

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, ব্রিজের এখনও ঢালাই কাজ শুরু হয়নি। শুধু স্ট্রাকচার তৈরি হয়েছে। তবে বৃষ্টির পানিতে বাঁশের খুঁটি সরে যাওয়াতে ব্রিজের স্ট্রাকচার দেবে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |