ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে কলেজছাত্র হত্যায় যুবকের যাবজ্জীবন

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৫:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরে কলেজছাত্র হত্যায় সিফাত হোসেন আবির (২৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত সিফাত হোসেন আবির ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর কাজী মুনসেরাতুল রহমান আলিফকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কুপিয়ে ও মারপিট করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় আলিফের বাবা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ রায়ে আমরা সন্তুষ্ট।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |