• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে স্পেশাল ট্রেন

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৩, ২০:১৪
৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে স্পেশাল ট্রেন

জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

রেলওয়ে স্টেশন সূত্র থেকে জানা যায়, ২০২০ সাল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ নামে বিশেষ একটি ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, শনিবার সন্ধ্যায় প্রথম স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটিতে ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু রয়েছে।

তিনি আরও জানান, রাত ৯টায় একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানে ১৯টি ওয়াগনে ১৬টি করে মোট ৩০৪টি গরু যাবে। পরে মেলান্দহ স্টেশন থেকে আরও ৬টি ওয়াগনে ১৬টি করে ৯৬টি গরু নিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা চলাচল বন্ধ
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
ঢাকা থেকে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধীদের বাসে হামলা