ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দুটি সংগঠন ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ১০:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ নামে দুটি সংগঠন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল। কিন্তু ২০১৩, ১৪ ও ১৫ সালে যখন বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে হত্যা করছিল তখন তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি। আরেকটি সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারাও মাঝে মধ্যে বিবৃতি দেয়। এসব বিবৃতি কোথায় ড্রাফট হয়, আর কিসের বিনিময়ে হয়, সেটা আমরা জানি। তাদের বিবৃতির কোনো মূল্য নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে, তখন আবার দেশীয় এবং আন্তর্জাতিক অপশক্তি এক হওয়ার চেষ্টা করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে। আমাদের শান্তিরক্ষী বাহিনীতে যারা র‌্যাবে কাজ করবে কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকবে তাদের যেন স্ক্রিনিং করা হয় এবং শান্তিরক্ষী বাহিনীতে না নেওয়া হয়।

ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচন দেশের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে ফয়সালা হবে দেশে কি হামিদ কারজাই মার্কা তাঁবেদারি সরকার হবে, না কি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |