ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অজ্ঞান পার্টির খপ্পরে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

মেহেরপুর প্রতিনিধি

সোমবার, ২৬ জুন ২০২৩ , ০৫:২৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় লাখ টাকা খুইয়েছেন তোহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী। 

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী হাটে আসার সময় এ ঘটনা ঘটে।
 
ব্যবসায়ী তোহিদুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সে মিরপুর এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে।

এর দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

বিজ্ঞাপন

জানা গেছে, তোহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দ পশু হাটে যাচ্ছিলেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামন্দী যাচ্ছিলেন। পথে তাকে অচেতন করে কোমরে থাকা ব্যাগ থেকে ছয় লাখ টাকা নিয়ে চলে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে পরিবারকে জানালে স্বজনরা তোহিদুলকে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালে নিয়ে যায়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |