ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় বাড়ছে 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ , ১২:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নাড়ির টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তবে ঘাটে অতীতের মতো ভোগান্তি নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুন) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। তবে কোরবানির পশুবাহী ট্রাক ভোগান্তি ছাড়া দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে গেছে। 

ঘাটের কর্মীরা জানান, ফেরিতে যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল পার হচ্ছে। এ ছাড়াও লঞ্চগুলোও পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে দৌলতদিয়া ঘাটে আসছে। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে। তবে ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। 

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, বর্তমানে রুটে ১৮টি ফেরি চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পুরোপুরি প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। যানবাহনগুলো ও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |