ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মাছ ধরা দেখতে গিয়ে পানিতে পড়ে মামা-ভাগনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ০৩:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলার পূণর্ভবা (কাঞ্চন নদী) নদীতে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলায় ওই নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে রায়হান (৪) ও রাহাত আলীর ছেলে সিয়াত (৪)। সম্পর্কে তারা উভয়ে মামা-ভাগনে।

বিজ্ঞাপন

দিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রায়হান ও সিয়াত বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ির পাশে পূণর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় তারা নদীতে পড়ে যায়। পরে দুপুর ১২টার দিকে রায়হানের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় সিয়াতকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টায় সিয়াতের মরদেহ নদীতে খুঁজে পাওয়া যায়। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, নদী থেকে দুই শিশুকে উদ্ধারের পর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |