চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুর থেকে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) দুপুরে আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নামজীবন কুমার (১৩)। সে যশোর চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের শ্রী বিকাশ কুমারের ছেলে ও পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
আটককৃতরা হলেন, একই গ্রামের বশির উদ্দীনের ছেলে শাকিল হোসেন (১৫) ও সমির হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিনের ছুটিতে রায়লক্ষীপুর গ্রামে মাসির বাড়ি বেড়াতে আসে জীবন। শনিবার সকালে বৃষ্টি মধ্যে মাসির ছেলে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায়। পরে জীবন খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জীবন মারা যান।
আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে গোসল করে অন্যান্য শিশুরা পুকুর থেকে উঠে আসলেও জীবন না ওঠায় খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুরের পানিতে ভেসে ওঠে তার মরদেহ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় দুই শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।