ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ১০:১৭ এএম


loading/img

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই) বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, সোমবার ভোররাতে টেকনাফ পৌরসভায় নাফ নাইট্যংপাড়ার একটি বরফকল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচারের সংবাদে বিজিবি অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুজনকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতরে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার ভোররাতে নাফ নদীর তীরবর্তী টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় এ অভিযান চালানো হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |