ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ইটবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ০২:০২ পিএম


loading/img

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ইটবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টায় বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রাজুরবাজার এলাকার রতন মিয়ার ছেলে নিলয় মিয়া (২৩) ও একই এলাকার আবু বকরের ছেলে হৃদয় মিয়া (১৭)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নেত্রকোণা থেকে একটি ট্রাক ইটবোঝাই করে কলমাকান্দায় যাওয়ার পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি খাদে পরে যায়। এ সময় দুই পরিবহন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ইট সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের মালামাল সরিয়ে নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |