ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পুলিশ দেখে মাদক ও ছেলেকে ফেলে পালাল যুবলীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০১:২৪ পিএম


loading/img
পালিয়ে যাওয়া যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে ২ কেজি ১৩ গ্রাম গাঁজা ও  ৪৯০ পিস ইয়াবাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দৌড়ে তার বাবা যুবলীগ নেতা জমির উদ্দীন পালিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ জুলাই) বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ওই ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জমির উদ্দীন (৩৯)। তিনি উপজেলার দুওসুও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বিজ্ঞাপন

উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার পরিচালনা করে আসছিল জমির ও তার ছেলে জয়। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা-ছেলে। পরে ধাওয়া করে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জমিরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |