ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ , ০৩:১৭ এএম


loading/img

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (৭) ও আবু হুরায়রা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার সলঙ্গা থানা এলাকার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলোকদিয়া গ্রামের আবু শামীমের ছেলে সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও সম্পর্কে চাচাতো ভাই।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুরে সিয়াম ও হুরায়রা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একটু পরে সিয়ামের মা নাসিমা গরু নিয়ে মাঠে যান। তার পিছু পিছু ওই দুই শিশুও মাঠে চলে যায়। এরপর গরুটি খুঁটিতে বেঁধে ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।

পরে তারা ডোবায় খেলতে নেমে গভীর পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে সন্ধ্যায় তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠলে পথচারীরা স্বজনদের খবর দেয়। এরপর ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |