রাজবাড়ীর কালুখালী এলাকার একটি পাটখেত থেকে জান্নাতি বেগম (২২) নামে স্বামী পরিত্যক্তা এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
-
আরও পড়ুন... পবায় নৌকাকে হারিয়ে মোটরসাইকেল প্রতীকের জয়
সোমবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের পাটখেত থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। জান্নাতি বেগম ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের কাশেম ব্যাপারীর মেয়ে।
জানা যায়, ঈদের আগে স্বামীর সঙ্গে জান্নাতি বেগমের বিচ্ছেদ হয়। ৫ জুলাই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে পাটখেতে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাড়গোড় উদ্ধার করে। পাশে পড়ে থাকা কাপড় ও অন্য সব আলামত দেখে পরিবারের লোকজন জান্নাতির কঙ্কাল বলে শনাক্ত করেন।
-
আরও পড়ুন... ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, পাটক্ষেত থেকে নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পাশে পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে পরিবারের লোকজন ধারণা করছেন ওই কঙ্কালটি জান্নাতি বেগমের। এরপরও পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। ওই নারী নিখোঁজের পর পরিবারের লোকজন ১১ জুলাই থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন।