রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেবর আলী বিজয়ী হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) দিনভর ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ৬০২ ভোটে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় তাকে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৬৭২ ভোট পেয়েছেন জেবর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াত নেতা জালালউদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৪ হাজার ১২৯ ভোট।
উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক।
এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে চলে ভোটগ্রহণ। পরে নিজ নিজ কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এ ফলাফল জানা গেছে।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান জেবর আলী হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সম্প্রতি তাকে অব্যাহতি দিয়েছে পবা উপজেলা আওয়ামী লীগ।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জনসহ মোট ৭৬ জন প্রার্থী অংশ নেন। ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫০ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৬৭৮ জন।