• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুর্নীতি মামলা সাজা

নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইল প্রতিনিধি

  ০৫ অক্টোবর ২০১৭, ২১:১৪

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে নড়াইল জেলা পরিষদে এ সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছে।

নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-সচিব আঞ্জুমান আরা সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের কথা বলা হয়।

এতে বলা হয়, জেলা পরিষদ আইন ২০০০ এর ১০/১(গ) ধারা অনুযায়ী ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তাকে অপসারণের কার্যক্রম আরম্ভ হওয়ায়, তার দ্বারা সাধারণ ক্ষমতায়ন প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। সেহেতু জেলা পরিষদ সংশোধন আইন ২০১৬ ১০(গ) ধারা অনুসারে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

২৬ সেপ্টেম্বর দুনীর্তির মামলায় আদালত নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, (সাবেক পৌর মেয়র) বর্তমান সদর পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ ৮ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট বাজার ইজারা নীতিমালার শর্ত ভঙ্গ করে ৩ সনের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল থানায় মামলা হয়। বিজ্ঞ স্পেশাল জজ আদালত দণ্ডবিধি ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ শাস্তি দেন।

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই, পুলিশ সদস্যদের মারধর
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু