ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাজধানীতে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত

আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৮:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রাজু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একটি সেলুনের কর্মচারী ছিলেন রাজু। মিরপুর ১২ নম্বর সেকশনে নতুন আবাসন ক্যাম্পে বাসিন্দা ছিলেন তিনি। তার স্ত্রীর নাম সিমা পারভিন। সিহাব ও রিয়াজ নামে দুই সন্তানের জনক ছিলেন রাজু।

বিজ্ঞাপন

নিহতের মামা মিঠু ও সেলুন দোকানের মালিক রায়হান বলেন, গত ২৩ জুলাই রাতে রাজুর সঙ্গে পাশের আরেক সেলুনের কর্মচারী শামসাদ আলী গোল্লার সঙ্গে লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। পরে শামসাদ ও তার স্বজনরা মিলে রাজুকে মারধরের সময় মাথায় গুরুতর আঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নিলে সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ২৪ জুলাই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। 

এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। এ ঘটনায় শামসাদ আলী গোল্লারকে আটক করা হয়েছে বলেও জানান তারা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |