কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই বছরের মেয়ে নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ জুলাই) কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ৮টায় উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
লিয়াকত আলী মজুমদার জানান, নিহত ওই নারী তার মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন। বুধবার রাতে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।