ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৯:০১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে বাঁধ ভাঙার আতঙ্কে আছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাঁধ ভাঙার আতঙ্কে আছেন মানুষ।

বিজ্ঞাপন

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঞা জানান, টানা বৃষ্টিতে নদীর পানি বেড়েছে। তবে ৪২ কিলোমিটার বেড়িবাঁধে মুহুরী ও কহুয়া নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিতে পারে। 

তিনি আরও জানান, নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |