ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ , ০৫:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

মাদারীপুরে যৌতুকের টাকা না দেওয়ায় শান্তা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ আগস্ট)  রাতে মাদারীপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

শান্তা আক্তার মধ্য পাঁচখোলা এলাকার ইলিয়াস হাওলাদারের মেয়ে ও নাঈম সরদারের স্ত্রী। এ ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের মধ্য পাঁচখোলা এলাকার ইলিয়াস হাওলাদারের মেয়ে শান্তা আক্তার ও পার্শ্ববর্তী জাজিলা এলাকার রিপন সরদারের ছেলে নাঈম সরদারের মধ্যে দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। পরে উভয় পরিবারের লোকজন মিলে পারিবারিকভাবে চার মাস আগে দুই লাখ টাকা যৌতুকে তাদের বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছে নাঈম। কয়েকবার মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় তাকে। কিন্তু নাঈম প্রায়ই শান্তাকে মারধর করতেন।

এদিন রাতে শান্তার শ্বশুর রিপন সরদারকে বিদেশে পাঠানোর কথা বলে নাঈম আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অনীহা প্রকাশ করলে শান্তার স্বামী ও তার পরিবারের লোকজন মিলে শ্বাসরোধে হত্যা করে। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে পালানোর সময় পুলিশ হাসপাতাল থেকে নাঈমকে আটক করে। 

নিহতের বাবা ইলিয়াস হাওলাদার বলেন, যারা মানুষ মারে তারা মানুষ না, তারা পশু। যারা আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। 

বিজ্ঞাপন

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. শিহাব আহমেদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে ।
  
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাঈমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |