• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ধান রোপণের সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৩, ১৯:৩৯
ধান রোপণের সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ওই ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে জব্বারুল ইসলাম (৩৫)। তিনি পেশায় একজন দিনমজুর শ্রমিক ছিলেন।

ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, জব্বারুল শনিবার উপজেলার বাথানপাড়া গ্রামের মাঠে সকাল থেকে ধানের চারা রোপণের কাজ করছিল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বিকট শব্দে বজ্রপাত জব্বারুলের শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার বিকেলে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
মেহেরপুর মোনাখালি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু