ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

অতিরিক্ত মাদকসেবনে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ আগস্ট ২০২৩ , ১২:১৪ পিএম


loading/img

কুড়িগ্রাম পৌর শহরের নামা ভেলা কোপা এলাকা থেকে লিংকন হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ আগস্ট) সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

লিংকন ওই এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় কাউন্সিল জমশেদ আলী টুনকু জানান, লিংকন মাদকসেবন করতেন। ধারণা করা হচ্ছে রাতে অতিরিক্ত মাদকসেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশে মাদকের আলামত পাওয়া গেছে। এ ছাড়া তার পরিবারেরও কোনো অভিযোগ নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ সরকার জানান, মরদেহ অর্থেক পানিতে আর অর্থেক শুকনো স্থানে ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |