ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে ফসল 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ১১:২৮ এএম


loading/img

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকালে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৬৯ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সদর পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বিজ্ঞাপন

তিস্তার অববাহিকার গড়াইপিয়ার এলাকার নয়ন মিয়া বলেন, দুই থেকে তিন দিন ধরে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

ধরলা নদীর অববাহিকার সিতাইঝাড় এলাকার ইসমাইল হোসেন বলেন, আবারও ধরলা নদীর পানি বাড়ার কারণে বাড়ির চারপাশে পানি চলে আসছে। এভাবে যদি আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পায়, তাহলে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মহন্ত জানান, জেলায় টানা বৃষ্টিপাতের ফলে ৩৩৫ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পানি নেমে গেলে সব ঠিক হয়ে যাবে।

বিজ্ঞাপন

নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে নদ-নদীর পানি কমতে শুরু করবে। তবে এই মুহূর্তে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |