রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণি কক্ষে ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে বেলপুকুর ইউনিয়নের ধাদাস উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের নওসের আলীর ছেলে সানোয়ার হোসেন মানিক (৪২)। তিনি ধাদাস উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
ভুক্তভোগীর ভাই মামলার বাদী জানান, দীর্ঘদিন ধরে বোনকে শিক্ষক মানিক উত্ত্যক্ত করত। শিক্ষকের অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে নির্যাতন করা হয়। পরে বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এর পর শিক্ষকের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধাদাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। কিন্তু সেটা বিদ্যালয়ে নাকি বাহিরে ঘটেছে, সেটি এখনও জানতে পারেনি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান জানান, মানিক প্রথমে বিভিন্ন ছাত্রীদের টার্গেট করে। এরপর কৌশলে ভয়ভীতি দেখিয়ে স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে অনৈতিক কাজ করে আসছেন। সে এর আগে একাধিক ঘটনা ঘটিয়েছে।
ওসি এস এম মাসুদ পারভেজ জানান, সোমবার (১৪ আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর ভাই থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করি। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।