কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী হক স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বদুরছড়ি এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ রিদুয়ান (২২)।
চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে চট্রগ্রামমুখী একটি ট্রাক ফাঁসিয়াখালী হক স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রিদয়ানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পলাতক হলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।