বান্দরবানের লামা উপজেলার ছাগল খাইয়া এলাকায় মাতামুহুরী নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ওই এলাকার মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টায় উপজেলার ছাগল খাইয়া এলাকার মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি কোনো পাহাড়ির এবং তার আনুমানিক বয়স ৪৮ বলে ধারণা করা হচ্ছে।