ঢাকা

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ কার্যকর না হতেই বেড়েছে দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ১১:৩১ এএম


loading/img

ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই দেশের অর্থ মন্ত্রণালয়। তবে গতকাল যে পেঁয়াজগুলো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সেই সব পেঁয়াজে কোনো প্রকার শুল্ক কার্যকর করা হয়নি। আগের এলসি করার কারণে বিনা শুল্কে পেঁয়াজগুলো আমদানি হয়েছে। তবুও হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে এসব পেঁয়াজের দাম। 

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। তবে ভারত সরকার নতুন শুল্ক আরোপ করার কারণেই ভারতেই বেড়েছে পেঁয়াজের দাম বলছেন বন্দরের ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

জানা গেছে, একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি নাসিক জাতের পেঁয়াজ ১৪ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। যা গতকালকেই বিক্রি হয়েছিল ৪৬ থেকে ৪৭ টাকা দরে অন্যদিকে ইন্দোর জাতের পেঁয়াজ কেজি প্রতি ১২ থেকে ১৩ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়, যা গতকালকে বিক্রি হয়েছিল ৪১ থেকে ৪৩ টাকা দরে। 

বিজ্ঞাপন

বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা মোজাম্মেল হোসেন বলেন, পেঁয়াজের দাম অনেকটাই বেশি। গত দুই দিন আগে নাসিক জাতের পেঁয়াজ কিনছিলাম ৪৬ থেকে ৪৭ টাকা এবং ইন্দোর জাতের পেঁয়াজ কিনছিলাম ৪১ থেকে ৪৩ টাকা দরে। এখন এসব পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। 

হিলি কাস্টমসের তথ্য মতে, রোববার (২০ আগস্ট) ভারতীয় সাতটি ট্রাকে ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |