নরসিংদীতে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের কাছাকাছি বটতলা রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৬০ হবে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই ব্যক্তি বটতলা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি না থাকায় ট্রেনটি দ্রুতগতিতে বটতলা রেলক্রসিং অতিক্রমের সময় ওই ব্যক্তি কাটা পড়েন। এ সময় তার শরীর থেকে মাথা ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন মুঠোফোনে কল করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ঘটনা জানান। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ওই মরদেহ ফাঁড়িতে নিয়ে আসার পর তার নাম-পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাথা ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।