• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

তালাকের ৪ মাস পর নারীর হাত-পা কাটলেন সাবেক স্বামী

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৩
হাত-পা কেটে গৃহবধূকে খুন, স্বামী আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সোনাচং গ্রামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৬ আগস্ট) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আকলিমা খাতুন (৩৫)। আটককৃত ব্যক্তি হলেন, নিহতের স্বামী উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে সুজন মিয়া (৪০)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে আকলিমা তালাক দিলে সুজন ক্ষিপ্ত হন। শনিবার রাতে আকলিমাকে দা দিয়ে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে সুজন। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে ইসমাইলের মৃত্যু, ৫ জন কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার