নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ।
আইসি নূর মোহাম্মদ জানান, সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।