• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে মিলল স্কুলছাত্রের মরদেহ 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৩, ১৯:৫৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে নিখোঁজের দুইদিন পর কর্ণফুলী নদী থেকে অদ্রিপ অয়ন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। খবর পেয়ে ওই ছাত্রের বাবা গিয়ে মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন নৌ-পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।

মৃত অদ্রিপ অয়ন নগরীর পশ্চিম বাকলিয়ার কেডিএস গলির বাসিন্দা বিশ্বজিৎ দাশের ছেলে। হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সায়ান।

নিহতের বাবা বিশ্বজিৎ দাশ বলেন, মঙ্গলবার স্কুলে গিয়েছিল সায়ান। ছুটির পর জামালখান এলাকায় গিয়েছিল। জামালখানে যাওয়ার বিষয় আমরা জানতাম। কিন্তু এরপর সে আর বাসায় ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করি। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় আসি। কীভাবে এত বড় ঘটনা ঘটে গেল কিছুই বুঝতে পারছি না।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের বলেন, নিখোঁজ জিডি হয়েছিল। আমরা বিভিন্ন প্রক্রিয়ায় সন্ধান পাওয়ার চেষ্টা করছিলাম। এর মধ্যেই মরদেহ পাওয়া গেল। অন্তরালের রহস্য কি সেটা আমরা এখনও জানি না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নৌ-পুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ গণমাধ্যমকে জানান, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় সায়ানকে পাওয়া গেছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। দুইদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
ভুয়া জন্মসনদে বিয়ে, কনের বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক