ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ০৫:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় দরগার পাড় এলাকার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। 

জানা গেছে, চুরি হওয়া কঙ্কালগুলো নারীদের। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার দরগার পাড় এলাকার গাজীর দরগাহ সরকারি কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ওই কবরস্থানে এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। প্রায় দেড় বছর যাবৎ প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন মাহমুদা খানম। প্রতি শুক্রবারের মতো আজও তিনি কবরস্থানে আসেন। এরপর মাহমুদা খানম কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি আশপাশে আরও চারটি কবরের কঙ্কাল চুরি করার বিষয়টি দেখতে পান। এরপর মাহমুদা খানম স্থানীয়দের খবর দেন।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমি এলাকায় নেই, ফিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নেব।

আশুলিয়া থানার ডিউটি অফিসার সুমন চন্দ্র গাইন বলেন, এ ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |