ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আশুলিয়ায় দূরপাল্লার চলন্ত বাসে আগুন

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৩:২৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর সুমেন বড়ুয়া।

বিজ্ঞাপন

জানা যায়, রংপুর থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টায় বাসটি আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এসে পৌঁছালে যাত্রীরা আগুনে পোড়ার গন্ধ পায়৷ পরে বাসটি শ্রীপুর এলাকায় থামালে বাসের পেছনের অংশে আগুন দেখে তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান যাত্রীরা। পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বাসের ইঞ্জিন অথবা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাসের মাঝামাঝি থেকে পেছনের অংশ আংশিক পুড়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |