• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার শিক্ষার্থী পাচ্ছে গাছের চারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:১২
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদারাসার ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ওষুধি, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করছে সদর উপজেলা প্রশাসন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। জেলা সদরের মাধ্যমিক পর্যায়ের ৬৩টি স্কুল ও মাদরাসার ৫০ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে একটি করে গাছের চারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকা কলেজ ও সিটি কলেজ
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
জাবিতে নিহত শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু