• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে সাবেক স্বামীর নিক্ষেপ করা অ্যাসিডে দগ্ধ সাদিয়া আক্তার (২০) মারা গেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে শিবচর উপজেলার মাদবরচরের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোটচালক সুমন শিকদারের (২৬) সঙ্গে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুমন মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবরে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ১৫ আগস্ট রাতে সুমন শিকদার লোকজন নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়ে শরীরে অ্যাসিড ছুঁড়ে মেরে পালিয়ে যান। এসময় পরিবারের লোকজন সাদিয়াকে গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। অ্যাসিডে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়।

এ ঘটনার পরদিন সাদিয়ার বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় সুমনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ৯ দিন পর ২৪ আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সাদিয়া মারা যান। সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঘরে মিলল ১২ তাজা ককটেল
ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার