• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিক্ষার্থীরা আদর্শ মানুষ হলে দুর্নীতি কমবে : দুদক ডিজি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭
সংবর্ধনা অনুষ্ঠান
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশে দুর্নীতি কমে যাবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনছি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি।

সৈয়দ ইকবাল হোসেন বলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এ বিনিয়োগে সবাই সফল হয়েছেন। শিক্ষায় বিনিয়োগ দেশ-সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকা কলেজ ও সিটি কলেজ
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
জাবিতে নিহত শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু