কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় পুকুরে ভাসছিল কালো পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ।
রোববার (১৭ সেপ্টেম্বর) কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকার মামা হুজুরের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে মামা হুজুরের বাড়ি সংলগ্ন একটি পুকুরপাড়ে কালো পলিথিন মোড়ানো একটি নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন গ্রামবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকলজ্জার ভয়ে রাতের আঁধারে কেউ কালো পলিথিনে করে নবজাতকের মরদেহটি পুকুরে ফেলে গেছে।
চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, শনিবার সকালে পুকুর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি কালিকাপ্রসাদ কবরস্থানে দাফন করেছেন।