নেত্রকোণার বারহাট্টায় শিপুল সরকার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাউসী বাজারের পার্শ্ববর্তী খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিপুল সরকার সদর উপজেলার বাংলা এলাকার মৃত শংকর সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বারহাট্টা উপজেলার বাউসী বাজারের পাশে জায়গা ভাড়া নিয়ে খামার ও ডেকোরেটরের ব্যবসা করে আসছিলেন।
বিজ্ঞাপন
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।