ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩২ এএম


loading/img
ফাইল ছবি

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভারতের আগরতলায় মাছ রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও বাণিজ্য বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকালে আবার বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |