নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত মালগাড়ি ট্রেনের পেছনের কয়েকটি বগি খুলে আলাদা হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎ ট্রেন থেকে বগিগুলো খুলে যায়। পরে ট্রেনটি পুনরায় মাধনগর স্টেশনে আনা হয়।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি বলেন, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে পার্টিং হয়ে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে আনা হয় এবং অন্যান্য কাজ শেষে পুনরায় ছাড়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।