কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে শিমা খাতুন (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রোববার (১ অক্টোবর) রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিমা খাতুন নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী। তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিমা খাতুন রোববার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। পরে পুটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্কুটি থেকে সড়কে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, পুলিশ এ বিষয়ে কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।