• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

দ্বিতীয় স্ত্রীর মামলায় চতুর্থ স্ত্রী রিমান্ডে

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৩, ২৩:৪৬
স্ত্রী
ফাইল ছবি

দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তারের করা হত্যা মামলায় চতুর্থ স্ত্রী সুলতানা পারভীন চুমকিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। খুলনার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফুল কবির নওরোজ হত্যার ঘটনায় এ রায় দেয় খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) পুলিশ রিমান্ডের আবেদন করলে বিচারক সুনন্দ বাগচী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই’র উপ-পরিদর্শক পলাশ অধিকারী ও দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১৬ জুলাই বটিয়াঘাটার কাজিবাছা নদী সংযুক্ত হ্যাচারির সংযোগ খাল থেকে নিহত লুৎফুল কবির নওরোজের মরদেহ উদ্ধার হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

পিবিআই’র উপ-পরিদর্শক পলাশ অধিকারী জানান, মামলাটি নৌ-পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে। তারাই চুমকির দেওয়া তথ্য অনুযায়ী নওরোজের লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট একজন আইনজীবীর কক্ষ থেকে উদ্ধার করে। বাদীর আবেদনে প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর পিবিআইকে তদন্তভার দেয় আদালত।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের ১৪ দিন আগে চুমকিকে বিয়ে করেন নওরোজ। তদন্তে কয়েকটি বিষয় সামনে এসেছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার ধারনা পাওয়া যাবে। আগামীকাল থেকে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা