• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৩, ১০:৪৫
বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইলের কালিয়ায় বিলে ঘাস কাটার সময় বজ্রপাতে আকরাম ফকির (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটেশ্বরী বিলে এ ঘটনা ঘটে। আকরাম ফকির উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আকরাম ফকির পাশের পাটেশ্বরী বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান আকরাম। বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু